১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

ফুলবাড়ীতে উদয়াঙ্কুর  সেবা সংস্থা’র মানববন্ধন

আমাদের প্রতিদিন
3 weeks ago
61


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জলবায়ূ সুবিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর পাড়ে উদয়াঙ্কুর  সেবা সংস্থা (ইউএসএস) ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় এক্টিভিস্টারা মানববন্ধনে একত্রিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মানবসৃষ্ট কারণে জলবায়ূর ক্ষতিকর প্রভাব কমাতে বাংলাদেশের সকল নাগরিককে আরো দেশপ্রেমী হওয়ার আহবান করেন।

আলোচনায় বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের মাধ্যমেই বিশ্বে দ্রæত জলবায়ূর তারতম্য পরিলক্ষিত হচ্ছে। এর বিরূপ প্রভাব পড়ছে আমাদের মত দেশগুলোতে। নদীতে পানির বিপরীতে আজ বালু আর বালু। মানববন্ধনে পরিবেশ সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা বক্তব্য রাখেন, প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, একশন এইড প্রতিনিধি নাদিরা খানম, ইয়ুত ফ্যালো তানিয়া খাতুন প্রমূখ।

 

 

সর্বশেষ

জনপ্রিয়