অঞ্চল পর্যায়ে স্কাউটসের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তির:
রংপুর বিভাগের আট জেলার কাব ও স্কাউটদের অংশগ্রহণে আঞ্চলিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, দশমাইল, কাহারোল, দিনাজপুরে ৪ মার্চ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় প্রতিটি জেলা থেকে কেরাত, আজান, সংগীত, নৃত্য, চিত্রাংকন, যন্ত্র সংগীত, কবিতা আবৃত্তি ও বাংলা ভাষায় উপস্থাপনা বিষয়ে বিজয়ী কাব ও স্কাউটরা অংশগ্রহণ করে। বিকেলে আঞ্চলিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অঞ্চলের কোষাধ্যক্ষ মোঃ মনজুরুল হক। ডিআরসি (স্পেশাল ইভেন্টস) মহব্বত বিন খন্দকার এর সভাপতিত্বে এ পর্বে বক্তব্য রাখেন উপ পরিচালক মোঃ আব্দুর রশিদ, সম্পাদক মোঃ আবু সাঈদ ও ডিআরসি আরিফ চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক সুধীর চন্দ্র বর্মন। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরও অঞ্চল থেকে বিজয়ীরা বাংলাদেশ স্কাউটস এর আয়োজনে আগামি ১২ মার্চ ২০২৩ ঢাকায় জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।