৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
48


নিজস্ব প্রতিবেদক:

বিএনপি-জামায়াদের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে থানায় থানায় শান্তি সমাবেশ করেছে আওয়ামীলীগ।

আজ শনিবার(৪ মার্চ) বিকেলে পর্যায়ক্রমে রংপুর মহানগর আওয়ামীলীগের ৬ থানায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর আওয়ামীলীগের অন্তর্ভুক্ত মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের উদ্যোগে নগরীর বঙ্গবন্ধু চত্বরে বিকেল সাড়ে ৩ টায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক ডাঃ দেলোয়ার হোসেন। মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সহ-সভাপতি রায়হান আহমেদ মানিকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল করিম ডলারের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামীলীগের আহবায়ক সদস্য তুষার কান্তি মন্ডল, কায়ছার রাশেদ খান শরীফ, এডভোকেট দিলশাদ মুকুল, শফিকুল ইসলাম রাহেল, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী বিপ্লব,  এডভোকেট বিভুতি ভুষণ সুমন, ফিরোজ কাওছার মামুন, মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, ২৫ নং ওয়ার্ড  আওয়ামীলীগের সভাপতি মিঠুসহ ছাত্রলীগ, মহিলালীগ, যুবলীগ, কুষকলীগের নেতাকর্মীসহ মেট্রোপলিটন কোতয়ালী থানা আওয়ামীলীগের অন্তর্ভুক্ত ১৪ টি ওয়ার্ডের নেতাকর্মীরা।

এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিকেল ৩ টায় কেরানাীর হাটে হাজির হাট থানা আওয়ামীলীগ, বিকেল সাড়ে ৪ টায় মডার্ণ মোড়ে তাজহাট থানা আওয়ামীলীগ, বিকেল সাড়ে ৫  টায় হারাগাছ থানা আওয়ামীলীগ, সন্ধ্যা সাড়ে ৬ টায় শহীদ মিনারে মাহিগঞ্জ থানা আওয়ামীলীগ, সন্ধ্যা ৬ টায় বুড়িরহাটে পশুরাশ থানা আওয়ামীলীগ শান্তি সমাবেশের আয়োজন করে।

পদযাত্রার নামে বিএনপি-জামায়াদের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রংপুরে থানায় থানায় শান্তি সমাবেশ করে মহানগর আওয়ামীলীগ।

সর্বশেষ

জনপ্রিয়