৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

একুশে পদক প্রাপ্ত মুজিবর রহমান কে সংবর্ধনা প্রদান

আমাদের প্রতিদিন
2 weeks ago
37


খবর বিজ্ঞপ্তির:

ভাষা আন্দোলনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ একুশে পদক ২০২৩ এ ভূষিত হওয়ায় রংপুরের কৃতি সন্তান ভাষা সৈনিক,  বীর মুক্তিযোদ্ধা এবং স্কাউটিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড (রৌপ্য ব্যাঘ্র)প্রাপ্ত স্কাউটার আলহাজ্ব মোঃ মজিবর রহমান কে  বাংলাদেশ স্কাউটস প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পক্ষ থেকে ০৪ মার্চ ২০২৩ (শনিবার) ইনস্টিটিউট প্রাঙ্গণে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের সভাপতি  মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও ডিন কলা অনুষদ অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা স্কাউটের সম্পাদক মোঃ আব্দুর রহিম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন অ্যাডভাইজার শিক্ষা ও সাংস্কৃতিক বিভাগ মোঃ এলাহী ফারক। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের পরিচালক মোঃ আব্দুস সোবহান মিয়া। এবং ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য রাখেন প্রভাতী মুক্ত স্কাউট  ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিদা বেগম।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রভাতী মুক্ত স্কাউট গ্রুপ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী,  কাব,স্কাউট,  রোভার স্কাউট সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সহ অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানসূচির অংশ হিসেবে ছিলো আগত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা, প্রদান, পবিত্র গ্রন্থ থেকে পাঠ, সংবর্ধিত অতিথি করে উত্তোরিয় পরিধান, সংবর্ধিত অতিথি কে একুশে পদক শুভেচ্ছা স্মারক প্রদান এবং ইনস্টিটিউটের কাব ও স্কাউট সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়