৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

রংপুরে এক্স ক্যাডেট মিলনমেলা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
18


খবর বিজ্ঞপ্তির:

বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা) রংপুর ইউনিট-এর আয়োজনে চিকলী ওয়াটার পার্ক, রংপুরে দিনব্যাপী এক্স ক্যাডেটস মিলনমেলা-২০২৩ শুক্রবার দিনব্যাপী জাকজমকপূর্ণভাবে  অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় রংপুর টাউন হল থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চিকলী ওয়াটার পার্ক-এ শেষ হয়। এরপর পার্কের হলরুমে রংপুর বিভাগের সর্বপ্রথম ক্যাডেট আন্ডার অফিসার মোঃ রকিবুস সুলতান মানিকের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। জেলা সম্পাদক সাধারণ সম্পাদক রেজাউল হক রেজার উপস্থাপনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এক্স ক্যাডেটস এসোসিয়েশন (বেকা)-এর জাতীয় নির্বাহী পরিষদের মূখপাত্র ও যুগ্ম মহাসচিব মোঃ মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, রংপুরের ভারপ্রাপ্ত এ্যাডজুটন্টে রংপুর কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ রোজাইন; ৩২ ও ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, রংপুরের প্রাক্তন এ্যাডজুটন্টে ও (বেকা) রংপুর ইউনিটের উপদেষ্টা মেজর হারুন অর রশিদ (অবঃ); বিএনসিসির প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার বর্তমান এএসপি (প্রটোকল) বিএনসিসির প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট বর্তমান অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এজি মাকফুরার রহমান পিপিএমসহ অনেকেই। এরপর স্মৃতিচারণ ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারন করেন কারমাইকেল কলেজের প্রাক্তন ক্যাডেট ছিদ্দিকুর রহমান , আব্দুর রহমান মিন্টু, মো: আকমল হোসেন , মাহফুজুর রহমান প্রিন্স,মো: তানভির হোসেনে আশরাফী প্রমূখ ।  সবশেষে প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার মোঃ আসাদুজ্জামান বাতেনের সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন প্রাক্তন ক্যাডেট ওমর ফারুক , বেগম রোকেয়া কলেজ প্রাক্তন ক্যাডেট মেরিনা লাভলী, রংপুর কারমাইকেল কলেজ বিএনসিসি’র প্রাক্তন ক্যাডেট আন্ডার অফিসার গোলাম মোস্তফা রাঙ্গা প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়