৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে দিনাজপুরে কথিত জ্বীনের বেগমসহ ৪ জন গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
33


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে এবার তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে কথিত জ্বীনের বেগমসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার (৪ মার্চ) দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকার মোহাম্মদ বাবুর স্ত্রী কথিত জ্বীনের বেগম লাইজু (৪০), একই এলাকার মৃত খেজুর উদ্দিনের ছেলে আলতাব হোসেন (৫২), আলতাব হোসেনের মেয়ে আখি সুবর্ণা (৩০), ও তার আরেক সন্তান অনুরাগ আল ইমরান (২৭)।

গতকাল রোববার দুপুরে দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং-এ পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ জানান, প্রায় চার বছর ধরে কথিত জ্বীনের বেগম লাইজুসহ তার প্রতারক চক্র ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রতারনা করে আসছিলো। এরই ধারাবাহিকতায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার আমেরিকান প্রবাসী সারোয়ার রহমানের মা রোকেয়া রহমানকে বেহেস্তে জ্বীনের মসজিদ তৈরী ও জ্বীনদের জন্য খাওয়া দাওয়া করানোর নামে প্রায় তিনবছর ধরে তিন কোটি টাকার বেশি টাকা আত্মসাৎ করেন। এই চক্রটি মোবাইল ব্যাংকিং ও ব্যাংক একাউন্টের মাধ্যমে এইসব টাকা ওই পরিবারে নিকট হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করে। পরে উপায়ন্তর না পেয়ে আমেরিকান প্রবাসি সারোয়ার রহমান গত ৪ মার্চ তাদের বিরুদ্ধে কোতয়ালী থানায় একটি প্রতারনা মামলা করেন। এই মামলায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে তদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের গতকাল রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ আরও জানান, তাদের বিরুদ্ধে এর আগেও এমন একাধিক প্রতারনার অভিযোগ রয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়