১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

কুড়িগ্রামে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সদের শপথ গ্রহন ও বনভোজন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
38


কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্সদের শপথ গ্রহন ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ধরলা ব্রীজ সংলগ্ন শেখ রাসেল পার্কে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের সহসভাপতি মাহবুবার রহমান।

অনুষ্ঠানে নবনির্বাচিত কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি ইঞ্জিনীয়ার মো. রায়হান মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুন্তাসীর হাফিজ, কুড়িগ্রাম জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক বকুল সাহা প্রমুখ।

পরে অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার ২০২৩-২০২৫ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. রায়হান মিঞা ও সাধারণ আজহারুল ইসলামসহ ১৭সদস্যের কমিটির পরিচিতি পর্ব, শপথ গ্রহন, আলোচনাসভা, বার্ষিক বনভোজন, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়