রংপুরে কমিউনিস্ট পার্টির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক:
লড়াই -সংগ্রাম আত্মত্যাগ ও গৌরবের ৭৫ বছর উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রংপুর জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়। ৬ ই মার্চ ২০২৩ সোমবার সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদত হোসেনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্বাফি সরকার এর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য নারীনেত্রী কমরেড হাসনা চৌধুরী, কৃষক নেতা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা কমরেড গোলজার হোসেন, যুবনেতা কমরেড রাতুজ্জামান রাতুল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো সহ দূর্নীতি-লুটপাটের বিরুদ্ধে তীব্র লড়াই সংগ্রাম গড়ে তোলার আহ্বান জানান। সেই সাথে গণতন্ত্র ও ভোটাধিকার সহ দেশকে মুক্তিযুদ্ধের ধারায় ফিরিয়ে আনার জন্য সংগ্রাম বেগবান করারও আহ্বান জানান। আলোচনা সভা শেষে কমিউনিস্ট পার্টির রংপুর জেলা কার্যালয় থেকে শুরু করে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা কার্যালয়ে এসে শেফ হয়।