জাতীয় শ্রমিকলীগ পীরগাছা শাখার কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
রংপুর জেলা জাতীয় শ্রমিকলীগ। জাতীয় শ্রমিকলীগ রংপুর জেলা শাখার সভাপতি আব্দুস ছালাম সরকার ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরে এ আহবায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। জাতীয় শ্রমিকলীগ পীরগাছা উপজেলা শাখার কমিটিতে তাজুল ইসলামকে আহবায়ক ও হারুন অর রশীদকে সদস্য সচিব করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জাতীয় শ্রমিকলীগ পীরগাছা উপজেলা শাখার কমিটির আহবায়ক তাজুল ইসলাম জানান, কমিটি অনুমোদন দেয়ায় উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দের প্রতি পীরগাছা উপজেলার পক্ষ থেকে কৃতজ্ঞতা রইল।
জাতীয় শ্রমিকলীগ রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম জানান, পীরগাছা উপজেলায় পরিক্ষিত এবং দীর্ঘদিন ধরে জাতীয় শ্রমিকলীগের রাজনীতি করে আসছে তাদেরই কমিটিতে পদ দেয়া হয়েছে।