৭ বৈশাখ, ১৪৩১ - ২০ এপ্রিল, ২০২৪ - 20 April, 2024
amader protidin

গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

আমাদের প্রতিদিন
1 year ago
253


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এরপর উপজেলা নির্বাহী অফিসার ও বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহর নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএম কলেজ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্নার সভাপতিত্বে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সহকারি শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপনের উপস্থাপনায় এতে ঐতিহাসিক ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সমাজেসবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মমতাজুল হক, সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়ন, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমূখ। কবিতা আবৃত্তি করেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার শাহানাজ পারভীন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ অনুকরণ করেন কলগাছি সপ্রাবির ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ইসমাহী ইফতেখার মুনতাসীর ও গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আল মুঈদ ইসলাম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তাজুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রভাষক শ্যামল রায়।দিবসটি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালন করে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দিবসটি পালন করেন। সরকারি-বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে করা হয় জাতীয় পতাকা উত্তোলন। অন্যদিকে দিবসটি উপলক্ষে ৬ মার্চ সন্ধ্যা থেকে সকল সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান আলোকসজ্জা করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়