৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

কুড়িগ্রাম নাইট টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন আলো স্পোর্টিং ক্লাব

আমাদের প্রতিদিন
2 weeks ago
38


কুড়িগ্রাম প্রতিনিধি; 

কুড়িগ্রামে স্বাধীনতা কাপ গ্যালাক্সি অফ নাইট টি-১০ ক্রিকেট টুর্ণামেন্টে আয়াত স্পোর্টিং ক্লাবকে ৪ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে আলো স্পোর্টিং ক্লাব। খলিলগঞ্জ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মাস ব্যাপী টুর্ণামেন্টে ২৪টি দল অংশগ্রহন করে। সোমবার রাতে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় খেলায় টসে জিতে আয়াত স্পোর্টিং ক্লাব ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহন করে। জবাবে আলো স্পোর্টিং ক্লাব ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। খলিলগঞ্জ স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হুমায়ুন কবির সূর্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রেশমীন জান্নাত লাকী, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আবু জাফর, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান লিটন মিয়া প্রমুখ।

চুড়ান্ত খেলায় বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফিসহ প্রাইজমানি হিসেবে ২০ হাজার টাকা এবং রানারআপ দল ট্রফিসহ প্রাইজমানি হিসেবে ১২ হাজার টাকা প্রদান করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়