৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

বিরামপুরে ৭মার্চ পালিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
38


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। সকালে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে বিরামপুর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ ও বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিরামপুর মহিলা কলেজের শিক্ষক ও ছাত্রীরা বিশাল ফুলের মালা বঙ্গবন্ধু মুরালে অর্পন করেন। এ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠণ বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন। অপর দিকে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগের একাংশ ও স্থানীয় এমপি শিবলী সাদিক উপজেলা পরিষদে বঙ্গবন্ধু মুরালে পুষ্পমাল্য অর্পন করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে  ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে।এই সময় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক,সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্যত কুমার অপু প্রমুখ।

 

  

সর্বশেষ

জনপ্রিয়