১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

পীরগাছায় আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্র ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
49


পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় নানা আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন এ প্রতিপাদ্যে আজ বুধবার সকালে আলোচনা সভা ও শোভাযাত্রা বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলোয়ারা বেগম, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মনজুরুল ইসলাম, নাগরিক উদ্দ্যোগের এরিয়া ম্যানেজার শ্যামল কুমার মোহন্ত, প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল হক মুন্সী ও তথ্য কর্মকর্তা প্রিয়াংকা ব্যানার্জী। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় এসময় উপজেলা সহকারী কমিশনার মুসা নাসের চৌধুরী, উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দুল আজিজ, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, জেএন স্কুলের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, কোয়ালিটি স্কুলের শিক্ষক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ইউপি সদস্য মর্জিনা বেগম, এসডিএফের ম্যানেজার শাহিনুর আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারী দিবসটি পালিত হয়। 

 

 

  

সর্বশেষ

জনপ্রিয়