২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

চিরিরবন্দরে ট্রাকের চাকায় প্রাণ গেলো কলেজ ছাত্রীর

আমাদের প্রতিদিন
8 months ago
159


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেছে প্রীতি রানী (২২) নামের এক কলেজছাত্রীর। আজ বুধবার দুপুর ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দর এলাকায় আত্রাই সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই ট্রাকের চালককে আটক করেছে চিরিরবন্দর থানার পুলিশ।

নিহত প্রীতি রানী দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের রামডুবি সরকারপাড়া এলাকার ছত্রমোহন রায়ের মেয়ে এবং দিনাজপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রীতি রানীসহ আরও তিন যাত্রী সদর উপজেলার রামডুবি এলাকা থেকে রিক্সাভ্যানযোগে ভুষিরবন্দর বাজারের দিকে যাচ্ছিলেন। ভ্যানটি ভুষিরবন্দর বাজারসংলগ্ন সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে আসা দিনাজপুরগামী মালবাহী ট্রাক ওই ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যান থেকে ছিটকে পড়েন যাত্রীরা। এর মধ্যে প্রীতি রানী ডানদিকে ছিটকে পড়লে তিনি ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে যান। এতে ঘটনাস্থলে প্রীতির মৃত্যু হয়। তবে অন্য তিন যাত্রী বাঁ দিকে ছিটকে পড়ায় তাঁরা দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির স্বজনেরা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন। ট্রাকের চালককে আটক করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবার থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়