১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

সাংবাদিকদের সাথে ভূমিহীনদের মতবিনিময় সভা

আমাদের প্রতিদিন
2 weeks ago
26


পীরগঞ্জ প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে খাস জমি উদ্ধাররে আন্দোলনকে বেগবান করতে সাংবাদকিদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলা ভূমিহীন সমম্বয় পরিষদ এ সভা করেন।  উপজেলা ভূমিহীন সমম্বয় পরিষদের সভাপতি অবিনাশ চন্দ্র রায়ে সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বেলডাঙ্গী জনসংগঠনের সভাপ্রধান আব্দুর রাজ্জাক, জগন্নাথপুর(খেকি ডাঙ্গা) জনসংগঠনের সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, বহরা জনসংগঠনরে সাধারন সদস্য সাগর হোসনে, কোষারানীগঞ্জ জনসংগঠনরে সাধারণ সদস্য মফিজ উদ্দিন,খটশিংগাঁ জনসংগঠনের  সদস্য পূণ-চন্দ্র রায়, পীরগঞ্জ প্রেসক্লাবরে সভাপতি জয়নাল আবেদীন বাবুল,সহ-সভাপতি কাজী নুরুল ইসলাম সহ আরো অনেকে।

উপজেলার বভিন্নি ইউনিয় ভুমিহীনদের উপর প্রভাবশালিদের হামলা- মামলা, খাস জমি বন্দোবস্ত পেয়েও দখল না পাওয়া, বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত হওয়া সহ ভুমিহীন নানা সমস্যা নিয়য়ে সভায় আলোচনা করা হয়। এর আগে ভুমিহীনদের ৮ দফা দাবীতে উপজলো নির্বাজী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়