১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

রংপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
176


 

নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা আজ বৃহস্পতিবার (০৯ মার্চ ) রংপুর জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (অ.দা.) মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় ধারণাপত্র উপস্থান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারহান লাবীব জিসান এবং রংপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ হবে প্রযুক্তি ও জ্ঞান নির্ভর বাংলাদেশ। আর  স্মার্ট বাংলাদেশ স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্তনীতি ও স্মার্ট সরকার এই চারটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। তবে তিনি বলেন, যদি দেশের প্রত্যেক নাগরিক শুদ্ধাচারী হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশ সেবায় আত্মনিয়োগ করেন এবং স্ব উদ্যোগে সেবা প্রদান করেন তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা কঠিন হবে না। চারটি ভিত্তির মধ্যে প্রথম ভিত্তি স্মার্ট নাগরিক হতে পারলে অন্যগুলোও সহজ হবে। ইতোমধ্যে আমরা ডিজিটাল বাংলাদেশে উন্নীত হয়েছি এবং এর সুফল ভোগ করছি। এই ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন কররবে।

রংপুর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান শাহ শুভেচ্ছা বক্তব্যে বলেন, বাংলাদেশের কিছু কিছু সফলতা বিশ্বের বিভিন্ন্ দেশের কাছে ঈর্ষণীয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মাত্র নয়মাসে দেশের স্বাধীনতা অর্জন, করোনা মোকাবিলায় সরকারের  সফলতা, গত চৌদ্দ বছরে তথ্য ও প্রযুক্তি খাতে উন্নয়নসহ সার্বিকভাবে বাংলাদেশের উন্নয়ন আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম ১২ ডিসেম্বর ২০২২ ডিজিটাল বাংলাদেমশ দিবস উদযাপন অনুষ্ঠানে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে রংপুর পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরীও বক্তব্য রাখেন।

সভায় রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীগণ উন্মুক্ত আলোচনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাদের মতামত তুলে ধরেন।

সর্বশেষ

জনপ্রিয়