৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

গোবিন্দগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন সহ  বিভিন্ন জাতীয় দিবস পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
66


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিন সহ বিভিন্ন জাতীয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভায় বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান  এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু। উপজেলা প্রশাসনের আয়োজনে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেনের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল  হকের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনথানার অফিসার ইনচার্জ (তদন্ত) বুলবুল ইসলাম,  কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমজান আলী, বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায় জীবু  প্রমুখ। সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়