জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ডোমারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
"স্মাট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময় " এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ইং উপলক্ষে নীলফামারীর ডোমারে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১০ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রান মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস হ্যাপী, প্রকল্প বাস্তবায়ন কর্মকতা আব্দুল মাবুদ,ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইয়েদ মোঃ ইমরান, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখি, একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল বাছেদ প্রমুখ।