১৪ চৈত্র, ১৪৩০ - ২৮ মার্চ, ২০২৪ - 28 March, 2024
amader protidin

গঙ্গাচড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
219


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

"স্মার্ট বাংলাদেশের প্রত্যয়,দুর্যোগ প্রস্তুতি সবসময়" এ প্রতিপাদ্যে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঙ্গাচড়া'র আয়োজনে শুক্রবার (১০মার্চ) সকালে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ায় অংশ নেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে উপজেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল ও রাবিয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, ওবায়দুল্লাহ, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জান চয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনিমুল হক। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক নেতাসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়