১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

কাউনিয়ায় গাঁজা সহ এক মাদক কারবারী গ্রেফতার

আমাদের প্রতিদিন
2 weeks ago
43


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা সহ এক মাদক কারবারীকে আটক করেছে। আজ শুক্রবার (১০ মার্চ) তাকে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। 

কাউনিয়া থানার এসআই আব্দুল কুদ্দুস জানায়, উপজেলার পুর্বচানঘাট সর্দারপাড়া এলাকায় বিশেষ কায়দায় গাঁজা বেচা বিক্রি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার  তিনি ও সঙ্গিও ফোর্স ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারী নাজমুলকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ২৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।

তিনি আরোও জানান, আইনশৃঙ্খলা বাহীনির চোখ ফাকি দিয়ে মাদক কারবারী নাজমুল দীর্ঘদিন ধরে মাদক বেচা বিক্রি কওে আসছে। নাজমুল কুর্শা ইউণিয়নের গোপাল গ্রামের ছামছুল হকের ছেলে।

কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ এ বিষয়টি নিশ্চিত করে বলেন,  এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আটক নাজমুলকে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়