১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

বিভক্ত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে আসন্ন সম্মেলন সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
61


নিজস্ব প্রতিবেদক:

বিভক্ত জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করে আসন্ন সম্মেলন সফল করার লক্ষে পার্টি প্রবীণ সদস্য ও দূরসময়ের কান্ডারীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল  বৃহস্পতিবার রাত ৯টায় রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির প্রবীণ নেতা মোঃ আতাউর রহমান।

সভায় বক্তব্য রাখেন মমিনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ আব্দুর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ ফজলার রহমান, মমিনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোছাঃ সুলতানা আখতার কল্পনা, রেজাউল করীম রাজু, আনিছুল হক, রুবেল ইসলাম রনি, আশরাফ মাষ্টার, আওলাদ চৌধুরী, মোকতার হোসেন, শহীদুল ইসলাম, জিয়াদুল ইসলাম, শহীদুল্লাহ, লুৎফর রহমানসহ অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা, জাতীয় পার্টি রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের দাবী জানানো হয়। অন্যথায় সম্মেলন ব্যাতিত্ব ঘরে বসে কমিটি ঘোষনা দেয়া হলে, সেই কমিটি প্রত্যাক্ষান করার ঘোষনা দেন তারা।

সর্বশেষ

জনপ্রিয়