২৩ অগ্রহায়ণ, ১৪৩০ - ০৭ ডিসেম্বর, ২০২৩ - 07 December, 2023
amader protidin

গঙ্গাচড়ায় তিস্তার চরে এলজিআরডি প্রতিমন্ত্রীর মিষ্টি কুমড়ার খেত পরিদর্শন

আমাদের প্রতিদিন
8 months ago
324


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরাঞ্চলের পতিত বালু জমিতে আরডিএ ও সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এমফোরসি’র ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় পোর্টেবল সোলার ইরিগেশন পাম্পের সাহায্যে চাষ করা মিষ্টি কুমড়া খেত পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্রাচার্য্য এমপি। তিনি রবিবার দুপুরে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের তিস্তা নদীর চর ছালাপাক এলাকায় সোলার প্ল্যান্ট এর সাহায্যে স্থানীয় চাষিদের চাষ করা মিষ্টি কুমড়ার খেত পরিদর্শন করেন। পরে তিনি মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস (এমফোরসি) ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পল্লী উন্নয়ন একাডেমীর (আরডিএ) আয়োজনে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহম্মেদের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে এমফোরসি প্রকল্পের পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না, জেলা সমবায় অফিসার আব্দুস সবুর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, অতিরিক্ত কৃষি অফিসার শারমিন সুলতানা, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আফতাবুজ্জান চয়ন, গঙ্গাচড়া পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিচুর রহমান, গজঘন্টা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী, বড়বিল ইউপি চেয়ারম্যান শহীদ চৌধুরী দীপ, পল্লী উন্নয়ন একাডেমীর কর্মকর্তা, সুবিধাভুগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়