১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

গঙ্গাচড়ায় চার বছরের শিশু ধর্ষণ, ধর্ষক আটক

আমাদের প্রতিদিন
1 week ago
138


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়ায় চার বছরের এক কণ্যা শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তফা (৫৫) নামে এক লম্পটকে আটক করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। মোস্তফা উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর সুলসুলি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। রবিবার (১২ মার্চ) সন্ধ্যায় তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ইউনিটে চিকিৎসাধীন আছে বলে তার পারিবারিক সুত্রে জানা গেছে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল হক বলেন, গত ৫ মার্চ দুপুরে মোস্তফা'র প্রতিবেশী এক চার বছরের কন্যা শিশু তার নিজ বাড়ির উঠানে খেলছিলো। এসময় মোস্তফা ওই শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়ির উঠান ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এঘটনায় (১২ মার্চ) রবিবার বিকেলে শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করলে আমরা তাৎক্ষণিক অভিযুক্ত মোস্তফাকে আটক করি। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়