১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

সাঘাটায় এমপি রিপন সংবর্ধিত

আমাদের প্রতিদিন
1 week ago
70


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সাঘাটা উপজেলার পুটিমারি উদয়ন মহিলা ডিগ্রী কলেজে গত সোমবার জাতীয় সংসদে নবনির্বাচিত সংসদ সদস্য মাহমুদ হাসান রিপনের এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহমুদ হাসান রিপন এমপি।তিনি তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাঘাটা- ফুলছড়ি আসনের জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেন, আমি আমার নির্বাচনী এলাকার যোগাযোগ ব্যাবস্থার উন্নয়ন ঘটাবো এবং শিল্প কল-কারখানা স্থাপন করে বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি করবো। এছাড়াও সাঘাটা-ফুলছড়ি শিক্ষা প্রতিষ্ঠান গুলো সরকারি করণের আপ্রাণ চেষ্ঠা করবো। তিনি আরো বলেন, আমি নদী ভাঙ্গন দূর্ভিক্ষ এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন করতে চাই।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড, এসএম সামশীল আরেফীন টিটু, সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আফজাল হোসেন, উদয়ন মহিলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন সাজু, প্রফেসর শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, কাজী আরিফ,মাহমুদুল হাসান, শিক্ষার্থী নুরী আক্তার, তাবাচ্ছুম আক্তার প্রমুখ।  

 

সর্বশেষ

জনপ্রিয়