১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

গঙ্গাচড়ায় যাত্রীবেশে ভ্যান ছিনতাই

আমাদের প্রতিদিন
1 week ago
59


নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):

রংপুরের গঙ্গাচড়ায় ছিনতাইকারীরা চালককে কুপিয়ে জখম করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে। গুরুত্বর জখম অবস্থায় ভ্যানচালককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর চন্দরের হাট এলাকায়।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত ৮টার দিকে বেতগাড়ী ইউনিয়নের খিলনগঞ্জ বাজার থেকে যাত্রী বেশে তিনজন যুবক ভ্যানে উঠে একই ইউনিয়নের চন্দনের হাট যাওয়ার কথা বলে। ভ্যানচালক সঞ্জিত (২৫) ভাড়া হবে ভেবে তাদের ভ্যানে উঠিয়ে রওনা দেয়। এ সময় পথিমধ্যে  খিলনগঞ্জ-চন্দনের হাট সড়কের আলদাদপুর শ্মশানের কাছে পৌঁছিলে তাকে উপর্যুপরি কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আহত ভ্যান চালক সঞ্জিতকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে  নিয়ে যায় স্থানীয়রা। আহত ভ্যানচালকের বাড়ি গঙ্গাচড়া থানা এলাকার খলেয়া ইউনিয়নের লালচাঁদ পুর গ্রামে।

গঙ্গাচড়া মডেল থানার ওসি দুলাল হোসেন জানান, ঘটনার পর থেকে পুলিশ তৎপর রয়েছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।

সর্বশেষ

জনপ্রিয়