৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 week ago
177


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার  বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দিনব্যাপী বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ধামুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুজ্জামান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে  আমন্ত্রিত অতিথি ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম,বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণ চন্দ্র রায়, প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ইউপি সদস্য রাজু আহমেদ শিবুল প্রমুখ । এসময় শিক্ষক,অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়