রংপুরে উত্তম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তির:
রংপুর নগরীর প্রান কেন্দ্রে অবস্হিত উত্তম স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ বিতরণ করা হয়।
বুধবার উত্তম স্কুল এন্ড কলেজে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলু। এ সময় উত্তম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও বিভাগীয় ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করে আলোচনা ও বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকের মাঝে মোট ২১টি খেলায় ১ম, ২য় ও ৩য় হওয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে অনুষ্ঠানে সমাপ্তি হয়। এ সময় বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য, শিক্ষক, অবিভাবক ও সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।