রংপুরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪ তম বছরে পদার্পন অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পাঠকের হৃদয় জয় করে করতে পেরেছে বলে আজ দেশের শীর্ষ পত্রিকার অবস্থান ধরে রাখতে পেরেছে। এই সাফল্য ধরে রাখতে হলে বেশি করে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে হবে। দেশের উন্নয়ন, সমস্যা ও সম্ভবনার চিত্র জনগণের কাছে তুলে ধরতে হবে।
আজ বুধবার দুপুরে রংপুর নগরীর সুমি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ প্রতিদিনের ১৪ তম বছরে পদার্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু এসব কথা বলেন। বর্ষপূতি উপলক্ষে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রবীণ সাংবাদিক আব্দুস সাহেদ মন্টুর সভাপতিত্বে এবং সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগর সাবেক সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব রহমান হাবু, এটিএন বাংলা ও এটিএন নিউজের রংপুর অফিস প্রধান মাহবুবুল ইসলাম, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন রংপুর জেলা শাখার সভাপতি এনামুল হক সোহেল,সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, দৈনিক যুগের আলোর বার্তা সম্পাদক আবু তালেব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদি হাসান রনি।
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জাভেদ ইকবাল, আব্দুর রহমান মিন্টু,রিপোর্টস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের রংপুরের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন,সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, দৈনিক বায়ান্নর আলোর ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, সাংবাদিক রবিউল ইসলাম দুখু, এসএম পিয়াল,মোশারফ হোসেন, সাইফুল ইসলাম, কবি এসএম সাথী বেগম, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন বাংলাদেশ প্রতিদিনের রংপুরের নিজস্ব প্রতিবেদক নজরুল মৃধা।