১০ বৈশাখ, ১৪৩১ - ২৩ এপ্রিল, ২০২৪ - 23 April, 2024
amader protidin

বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে ছাই

আমাদের প্রতিদিন
1 year ago
221


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে গোয়াল ঘরের কয়েলের আগুনে ৪টি পরিবারের ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগ্নিকান্ডে ধান, চাল, নগদ টাকা, কাপড়, বই, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যাওয়ার খোলা আকাশের নীচে বাস করছে পরিবারগুলি। এ ঘটনায় আনুমানিক ৫০লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি।

১৫মার্চ বুধবার রাত আনুমানিক ৮টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের দামাইক্ষেত্র ব্রাক্ষণপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান আনিস জানান, প্রতিদিনের ন্যায় গোয়াল ঘরের মশা তাড়াতে কয়েল জ্বালিয়ে রাখেন মৃত কালিদাস রায়ের ছেলে ভূপতি রায়, মৃত ক্ষীতিশ রায়ের ছেলে রঞ্জন রায় ও হরিদাস রায়। গতকাল বুধবার রাত আনুমানিক ৮টায় কয়েল জ্বালিয়ে রাখা গোয়াল ঘর হতে আগুনের সুত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোয়াল ঘরের ৩জন মালিকসহ প্রতিবেশী মৃত তারক নাথ রায়ের ছেলে নরেশ রায় ও মৃত কালিপদ রায়ের ছেলে নন্দলাল রায়ের ১৬টি ঘরে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত ছুটে এসে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। আগুনে ধান, চাল, নগদ টাকা, কাপড়, আসবাবপত্র ও খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে যতদুর সম্ভব ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে।

গোয়াল ঘরের কয়েল হতে আগুনের সুত্রপাতের বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বলেন, অগ্নিকান্ডে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তাৎক্ষণিক ভাবে অগ্নিকান্ডের ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ৩লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে আরও ৫লক্ষ টাকার মালামাল।

উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা জানান, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত সময়ে ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়