১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

কুড়িগ্রামে রমজান উপলক্ষে বাজার মনিটরিং টিমের ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

আমাদের প্রতিদিন
1 week ago
42


কুড়িগ্রাম প্রতিনিধি:  

রমজান উপলক্ষে কুড়িগ্রাম বাজার মনিটরিং টিম জেলার উলিপুর ও চিলমারী উপজেলায় অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে অভিযান পরিচালনাকালে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় ভাউচার, মজুদ পরিস্থিতি ও বাজারে পণ্য সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী, উলিপুর উপজেলা নির্বাহী অপিসার শোভন রাংসা, চিলমারী উপজেলা নিবৃাহী আফিসার মো. মাহবুবুবর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েকুল হাসান খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারি পরিচালক মো, উজ্জ্বল মিয়া, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার, কৃষি বিপনন কর্মকর্তা শাহীন আহমেদ, উলিপুর থানার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান প্রমুখ।

এসময় উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার, উলিপুর বাজার, চিলমারী উপজেলারথানাহাট বাজারসহ বিভিন্ন বাজারে যৌথ বাজার তদারকীতে অনিয়মের অভিযোগে ১৩ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অসাধু ব্যবসায়ীরা যাতে কৃত্রিম সংকট তৈরী করে বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করতে না পারে সেজন্য এ ধরণের তদারকী অব্যাহত থাকবে।

 

সর্বশেষ

জনপ্রিয়