রংপুরে অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে উদ্বোধন হলো প্রাইম ব্যাংক অনূর্ধ্ব-১৬ জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল বৃহস্পতিবার সকালে শেখ রাসেল স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.ডবিøউ এম রায়হান শাহ্। বিশেষ অতিথি ছিলেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড.আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক রংপুরের শাখা প্রধান জালাল আহমেদ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মেহেদী হাসান সিদ্দিকী রনি। টুর্নামেন্টে জেলার ৮ টি স্কুল অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় শিশু নিকেতন উচ্চবিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ অংশ নেয়।