১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

রংপুরে অটো ছিনতাইকারি নারী জেল হাজতে

আমাদের প্রতিদিন
1 week ago
37


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে এবার অটো রিকশা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে এক নারীকে  গ্রেফতার করেছে পুলিশ। রংপুর  মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আকলিমা খাতুন (২০) নামের অটোরিকশা ছিনতাইচক্রের এক নারী সদস্যকে বুধবার বিকেলে আনসার সদস্যরা আটক করে পুলিশে সোপর্দ করে।  আজ বৃহস্পপতিবার  দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে  পাঠানো হয়েছে। আকলিমা ময়মনসিংহ জেলার তারাকান্দা এলাকার আব্দুল মোতালেবের মেয়ে। এব্যাপারে গঙ্গাচড়া উপজেলার জাবেদ আলীর পুত্র মারুফ হোসেন বাদি হয়ে একটি মামলা করেন।

পুলিশ সূত্রে জানাগেছে, ওই নারী  অটো রিকশা ছিনতাইকারি চক্রের সাথে জড়িত। মেডিকেল কলেজ হাসপাতালে অটো ছিনতাইয়ের চেষ্টার সময় তাকে আটক করা হয়।

মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি( তদন্ত) হোসেন আলী জানান, এ বিষয়ে মামলা দায়েরের পর তাকে আদালতের ফাঠানো হয়েছে। 

 

সর্বশেষ

জনপ্রিয়