১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

মিঠাপুকুরে কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আমাদের প্রতিদিন
1 week ago
44


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

মিঠাপুকুর ডিগ্রী মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে মহাবিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জন প্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

মিঠাপুকুর ডিগ্রী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. জাহেদুল রহমানে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার (অ:দা) ও মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি রুহুল আমিন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহাবিদ্যালয়ের গভর্ণিং বডির সদস্য রেজাউল কবীর টুটুল, শঠিবাড়ী ডিগ্রী মহাবিদ্যালয়ের সভাপতি মেসবাহুর রহমান প্রধান, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে বাল্য বিয়ের কুফল নিয়ে নাটিকা পরিবেশন করেন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।  

 

সর্বশেষ

জনপ্রিয়