১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

রংপুরের তারাগঞ্জ উপজেলা মডেল মসজিদের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 week ago
97


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

দেশের ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে তৃতীয় পর্যায়ে ৫০টি মসজিদের একযোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় রংপুরের তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারাগঞ্জ মডেল মসজিদ গণ গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই উদ্বোধন ঘোষনা করেন তিনি। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, তারাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাসেল মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বায়োজিদ বোস্তামী, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়ামিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারন সম্পাদক হারুন অর-রশিদ বাবুল প্রমুখ।

এদিকে উপজেলার সর্ববৃহৎ, ব্যয়বহুল , দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক এই মসজিদটি উদ্বোধনের পর স্থানীয় এমপি’র সঙ্গে উপস্থিত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানগণ নামাজ আদায় করেছেন।  

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়