৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

বিরামপুরে শিশু ধর্ষনের অভিযোগে মামলা: ধর্ষক আটক

আমাদের প্রতিদিন
5 days ago
10


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

বিরামপুরের পল্লীতে ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে পুলিশ ধর্ষক যুবককে আটক করে শুক্রবার (১৭ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ এবং ধর্ষিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

মামলা সূত্রে প্রকাশ,  উপজেলার বিনাইল ইউনিয়নের বগড়া গ্রামের রতন মহন্তের ছেলে পংকজ মহন্ত (১৯) গতকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে খেলার ছলে একই ধর্মের প্রতিবেশির ৫ বছরের মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। শিশুকে খোঁজাখুজির এক পর্যায়ে শিশুর পরিবারের লোকজন ধর্ষককে হাতেনাতে ধরে ফেলে। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ধর্ষককে আটক করে থানা হেফাজতে নেয়। ঘটনার প্রেক্ষিতে  বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে থানায় ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

থানার ওসি সুমন কুমার মহন্ত মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক যুবককে শুক্রবার (১৭ মার্চ) দিনাজপুর আদালতে সোপর্দ এবং ধর্ষিতা শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  

সর্বশেষ

জনপ্রিয়