৮ চৈত্র, ১৪২৯ - ২৩ মার্চ, ২০২৩ - 23 March, 2023
amader protidin

বিরামপুরে বঙ্গবন্ধুর জন্ম দিন ও শিশু দিবস  পালিত

আমাদের প্রতিদিন
5 days ago
15


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস ও জাতীয় শিশু-কিশোর দিবস পালন করা হয়েছে। সকালে ঢাকামোড় বঙ্গবন্ধু চত্বরে বিরামপুর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মন্ডলের নেতৃত্বে ও পৌর মেয়র অধ্যক্ষ আক্কাছ আলীর নেতৃত্বে পৌর পরিষদ পুষ্পস্তবক অর্পণ এবং উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠন বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পন করেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যান মহিলা উম্মে কলছুম বান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, মুক্তিযোদ্ধা হবিবর রহমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্যত কুমার অপু, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

 

 

  

সর্বশেষ

জনপ্রিয়