১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

গঙ্গাচড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 week ago
37


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  রংপুরের গঙ্গাচড়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা  সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা। বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম, গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসিফ ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম ও ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) মমতাজুল হক, উপজলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান,গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। সভার শুরুতে শিশু কন্ঠে জাতীয় সংগীত প্রদর্শন, শিশুদের বঙ্গবন্ধু ডকুমেন্টারী শিশুদেরকে প্রদর্শন করা হয়।

সভা শেষে দিবসটি উপলক্ষে নেয়া চিত্রাঙ্কন, রচনাসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভা সঞ্চালনা করেন কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ

জনপ্রিয়