১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

নাগেশ্বরীতে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 week ago
5


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে যথাযোগ্য মর্জাদায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। এউপলক্ষে বেলা ১০টায় উপজেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ ও প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নাগেশ্বরী থানাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। পরে একটি র‌্যালি উপজেলা শহরের কিছু সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়ামে এসে শিশু সমাবেশ, আলোচনাসভা এবং কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার বেলা ১০টায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা জাহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আছলাম হোসেন সওদাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার শাহাদৎ হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান নান্টু, থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী প্রমুখ।।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়