পীরগাছায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন ও উপজেলা আ.লীগসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ইউএনও নাজমুল হক সুমন, উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কানিজ সাবিহা, প্রাথমিক শিক্ষা অফিসার আতিকুর রহমান, থানা অফিসার মাসুমুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, কৃষি অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান, প্রকৌশলী মনিরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মোজাম্মেল হক, জেএন স্কুলের প্রধান শিক্ষক আবু খায়ের রুহুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বিপ্লব, প্রচার সম্পাদক শাহ শাহেদ ফারুক ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সহ আরও অনেকে।
পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে এক মিনিট নিরবতা পালন শেষে দোয়া করেন উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাও. নজরুল ইসলাম। দোয়া শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় যোগ দেন তারা। এসময় কেক কেটে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী পালন করেন অতিথিরা।
এর আগে উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের নেতৃত্বে পীরগাছা ইউনিয়ন স্বাধীনতা চত্ত¡রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দেন উপজেলা আ.লীগ।