রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরীর কেন্দ্রীয় মডেল জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে আলোচনা করেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল। এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আহবায়ক কমিটির সদস্য জাসেম বিন জুম্মন, আবু তালহা বিপ্লব, গাওহারুল ইসলাম, ওয়াসিমুল বারী সিমু, জিন্নাত হোসেন লাভলু, গোলাম মোস্তফা মনি, সনি, কৃষকলীগের কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য সামসুল আলম লিচু, রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ, যুবলীগ নেতা মাসুদ রানা বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন দোয়া করা হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা রেজাউল করিম।