১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

মেসার্স আরমিনতা পোল্ট্রি হ্যাচারী এন্ড এগ্রো লিমিটেড এর নতুন সেটে মুরগী পালন কার্যক্রমের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 week ago
38


নিজস্ব প্রতিবেদক:

মেসার্স আরমিনতা পোল্ট্রি হ্যাচারী এন্ড এগ্রো লিমিটেড এর নতুন সেটে মুরগী পালন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জোহর রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সেন্টারের হাটস্থ মেসার্স আরমিনতা পোল্ট্রি হ্যাচারী এন্ড এগ্রো লিমিটেড এর নতুন সেটে মুরগী পালন কার্যক্রমের উদ্বোধন করেন ভিআইপি শাহাদৎ গ্রুপের চেয়ারম্যান ভিআইপি শাহাদৎ হোসেন ও মমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান মেনহাজুল ইসলাম মেনহাজ।

এ সময় উপস্থিত ছিলেন শাহাবুর আলম (পিএস), মেসার্স আরমিনতা পোল্ট্রি হ্যাচারী এন্ড এগ্রো লিমিটেড এর ম্যানেজার মোঃ আতাউর রহমান, ভিআইপি শাহাদৎ ফিড মিল এর ম্যানেজার হাসানুর রহমান, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আব্দুর রহমান, মোঃ আজাহারুল ইসলাম, আহসান হাবিব দুলাল, শহীদুল ইসলাম, ইউনুস আলী, সবুজ মিয়া ও রুবেল ইসলাম রনিসহ স্থানীয় সুধীজন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারী মোসলেম উদ্দিন। উল্লেখ্য, আগামী জুন মাসের মধ্যে মেসার্স আরমিনতা পোল্ট্রি হ্যাচারী এন্ড এগ্রো লিমিটেডে প্রায় ৫ লাখ ডিম উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছেন ম্যানেজার মোঃ আতাউর রহমান। উল্লেখ্য, মেসার্স আরমিনতা পোল্ট্রি হ্যাচারী এন্ড এগ্রো লিমিটেড যা ভিআইপি শাহাদৎ গ্রুপের অপর একটি প্রতিষ্ঠান।

সর্বশেষ

জনপ্রিয়