১২ চৈত্র, ১৪২৯ - ২৬ মার্চ, ২০২৩ - 26 March, 2023
amader protidin

ফুলবাড়ীতে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধনা

আমাদের প্রতিদিন
1 week ago
269


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া ১১ জনকে সংবর্ধিত করেছেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।

আজ শনিবার সকাল ১১ টার দিকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন করা হয় ফুলবাড়ী থানায়। এ সময় উপস্থিত ১১জন পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া সদস্যরা জানান, তারা কোনো প্রকার তদবির কিংবা ঘুষ বাণিজ্য ছাড়া, কেবল শারীরিকভাবে ফিটনেস, যোগ্যতা ও মেধার ভিত্তিতে ১৬০ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে পুলিশ কনস্টেবল পদে নির্বাচিত মোঃ মাসুদ রানা, মোঃ মেহেদী হাসান, শাহ জালাল সবুজ,তারিফুল ইসলাম, আনন্দে আপ্লুত হয়ে কেঁদে ফেলেন। তারা বিশ্বাস করতে পারছেন না যে এখনও আমাদের দেশে কোনো ঘুষ ছাড়াই সততার সঙ্গে পুলিশে চাকরি হয় বা পেয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান জানান, ফুলবাড়ী উপজেলায় যারা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতার ভিত্তিতে পেয়েছেন। এজন্য তাদেক ডেকেছি। ফুল ও মিষ্টি দিয়ে বরণ করা হয়েছে। ট্রেনিং শেষে কর্মস্থলে যোগদানের মধ্যদিয়ে স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

 

 

 

 

  

সর্বশেষ

জনপ্রিয়