১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

পীরগাছায় ক্যানেল খননের অজুহাতে ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগ

আমাদের প্রতিদিন
1 year ago
174


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের পীরগাছা উপজেলার বড়দরগাহ ফতা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল খননের অজুহাতে ভোগ দখলীয় সম্পত্তি থেকে উচ্ছেদের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী জেলা প্রশাসক বরারবরে অভিযোগ করেন। এছাড়াও নিজস্ব কবলা খরিদা সম্পত্তি দীর্ঘ ৬০/৭০ বছর ধরে ভোগ দখল রাখার পরেও পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে অপসারণের বিষয়ে অবগত হয়েছেন ভুক্তভোগি ফতা গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল জলিল। এ সংক্রান্ত অভিযোগে ব্যবস্থা গ্রহণের জন্য বাপাউবো উত্তরাঞ্চল, তত্বাবধায়ক প্রকৌশলী পওর সার্কেল ১, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপ বিভাগীয় প্রকৌশলী, পওর উপ বিভাগ-১, সহকারী কমিশনার ভূমি, শাখা কর্মকর্তা পওর শাখা ১/৩, সহকারী রাজস্ব কর্মকর্তা বরাবরে পত্র প্রেরণ করা হয়েছে।

অভিযোগ সুত্রমতে, পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা মৌজার জে.এল নং ০৫, হোল্ডিং নং ৩৩৩.২২৯.সিএসখতিয়ান নং ২৮৩, দাগ নং ১২২৩, এস এ খতিয়ান নং ২৭৪, দাগ নং ১২২৩, আর এস খতিয়া নং ৩২৪, দাগ নং ১১০৬, জমির পরিমান ১ একর ২০ শতক। আর এস খতিয়ান নং ২২২, দাগ নং ১১০৭/১২৫৯, জমির পরিমান ৪৪ শতাংশ হতে ২২ শতাংশ। মোট জমির পরিমান ১ একর ৪২ শতাংশ জমি মালিকের নিকট হতে ক্রয় করে জমিতে গাছপালা লাগানো, মৎস্য চাষের পুকুর খনন, ফসলাদি চাষ ও ব্যবসা বাণিজ্যের গোডাউন দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করা হচ্ছে। হঠাৎ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত একটি চিঠিতে উচ্ছেদ নোটিশ দেয়া হয়।

ফতা গ্রামের ভুক্তভোগি মৃত আব্দুল জব্বারের পুত্র আব্দুল জলিল বলেন, পানি উন্নয়ন বোর্ডের নোটিশ পাওয়ার পরে আমরা ক্যানেল খননের বিরুদ্ধে অভিযোগ আকারে জেলা প্রশাসকের নিকট আবেদন করেছি। সরকারী বিধি মোতাবেক সরকারি কাজের প্রয়োজনে অধিগ্রহণ না করে বেআইনীভাবে ভোগ দখলীয় সম্পত্তি হতে ক্যানেল খননের অযুহাতে যাতে উচ্ছেদ করতে যেন না হয় সেজন্য আমরা কার্যক্রম স্থগিত করার জন্য অনুরোধ করেছি। এছাড়াও আমাদের ভোগ দখলীয় সম্পত্তি থেকে যাতে উচ্ছেদ করা না হয় সেই দাবি জানিয়েছি।

এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব জানান, বিষয়টি নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। এসব কাজের সাথে জেলা প্রশাসন ও নদী রক্ষা কমিশন জড়িত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড একাই কিছু নয়। সকল প্রক্রিয়া সম্পন্ন করেই বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে। 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়