১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

কুড়িগ্রামে ৬ জুয়ারি আটক

আমাদের প্রতিদিন
1 week ago
17


কুড়িগ্রাম প্রতিনিধি:  

কুড়িগ্রাম পৌর শহরের শ্মশাণঘাট এলাকা থেকে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে ৬ যুবককে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই এলাকার শ্রী সুমন শীল (২৫) ও মিলন মিয়া (১৮), পাশ্ববর্তী মিস্ত্রী পাড়ার শ্রী আকাশ কুমার শীল (২৬), গোড়স্থান পাড়ার জাকির হোসেন (২০) ও আরাফাত হোসেন (২৭) এবং দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ডালিম কুমার রায় (২৯)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে এলাকাবাসীর সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, মাদক ও জুয়ার বিরুদ্ধে জেলা পুলিশ সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আমরা প্রতিদিন প্রত্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

  

সর্বশেষ

জনপ্রিয়