১৩ চৈত্র, ১৪২৯ - ২৭ মার্চ, ২০২৩ - 27 March, 2023
amader protidin

ফুলবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বালু বোঝাই ট্রাক্টর চাপায় শিশু নিহত আহত-২

আমাদের প্রতিদিন
1 week ago
28


ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও দুই গৃহবধু আহত হয়েছেন। আহত এক গৃহবধুকে মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যজন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ রোববার দুপুর ১টার দিকে উপজেলা সদরের ব্র্যাকমোড় থেকে শেখ হাসিনা ধরলা সেতু সড়কের পানিমাছকুটি কাশিয়াবাড়ী এলাকায় একটি বেপরওয়া বালু বোঝাই ট্রাক্টর রাস্তার পাশেই দাড়িয়ে থাকা শিশু মেরাজ (৪)কে স্জোরে ধাক্কা দেয়। ঘটনা স্থলেই শিশু মেরাজ নিহত হয় । সে ওই এলাকার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা  জানান, উপজেলার আছিয়ার এলাকার ট্রাক্টর দিয়ে ধরলা নদী চর থেকে বালু বোঝাই করে ফুলবাড়ী সদরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি কাশিয়াবাড়ী এলাকায় পৌছিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু মেরাজকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সে নিহত হয়।

অন্যদিকে উপজেলার গংগারহাট থেকে ছেড়ে আসা একটি অটোবাইকের সংগে ফুলবাড়ী থেকে ছেড়ে যাওয়া ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশ ভারত সীমান্তবর্তি নন্দিরকুটি জুম্মারপাড় এলাকায় অটোবাইকের জাহানারা বেগম (৪৫) ও পারবতি রানী (৩০) গুরুতর আহত হয়েছেন। এসয়য় অটোবাইকটি দুমড়ে মুচড়ে যায়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জাহানারার অবস্থার অবনতি ঘটলে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতরা উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের ইউনুছ আলী ও রাজকুমার রায়ের স্ত্রী বলে জানা যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

  

সর্বশেষ

জনপ্রিয়