৬ বৈশাখ, ১৪৩১ - ১৯ এপ্রিল, ২০২৪ - 19 April, 2024
amader protidin

হাতীবান্ধায় ২১০ ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর

আমাদের প্রতিদিন
1 year ago
290


লালমনিরহাট (হাতীবান্ধা) প্রতিদিন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনায় সারা দেশের ন্যায় লালমনিরহাটে হাতীবান্ধায় চতুর্থ পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ২১০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান করা হয়েছে। ঘর পেয়ে শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপকার ভোগীরা।

বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে জেলার হাতীবান্ধা উপজেলায় উদ্বোধনী দিনে ২১০টি পরিবারকে ২শতাংশ জমির দলিলসহ নব নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের কাছে গৃহের দলিলসহ চাবি হস্তান্তর করেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন বলেন, এর আগে ৩ দফায় ৯৩৮ জন গৃহহীন পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে আজ ২১০ টি গৃহ আগামী ২ শতাংশ জমির দলিলসহ নব নির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউনিয়ন চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত, টংভাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সেলিম হোসেন, ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান, গোতামারী ইউনিয়ন চেয়ারম্যান মোনাব্বেরুল হক মোনাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী মানুষজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়