সাঘাটায় ভূমিহীন-গৃহহীন ১৭৯ টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রধান মন্ত্রী শেখ হাসিনা কতৃক ভূমিহীন-গৃহহীন পরিবারের চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কায্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহন করেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রবিউল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক সুফিয়ান, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার সামিউল ইসলাম, মৎষ্য অফিসার এমদাদুল হক, বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, উপজেলা আওয়ামীল সাধারণ সম্পাদক ও বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, জুমারবাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ। শেষে ভূমিহীন-গৃহহীন ১৭৯টি পরিবারের মাঝে জমি ও গৃহের চাবি হস্তান্তর করেন।