২৩ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ০৭ জুন, ২০২৩ - 07 June, 2023
amader protidin

তারাগঞ্জ ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের শিক্ষকের মায়ের ইন্তেকাল

আমাদের প্রতিদিন
2 months ago
123


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো. গোলাম কিবরিয়া’র মা আলেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে এগারোটায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিপুর শাহপাড়া নিজ বাড়িতে মারা যান। তিনি ধীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তার হয়েছিল ৭৩ বছর। তিনি চার ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অস্যংখ্যক আত্বীয়-স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের বড় হাশিমপুর শাহপাড়া জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তার জানাজার নামাজে র্স্বস্তরের বিপুল সংখ্যাক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তার পরিবারিক কবরস্থানে দ্ফন করা হয়েছে। তার মৃত্যুতে চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম তারিক. ফতেজংপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর মোহাম্মদ লুনার, ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক নাছিম রেজা শাহ, হাজীরহাট স্কুল ও কলেজের সহকারী অধ্যাপক অঅনোয়ার হোসেন কাজল, তারাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি খবির উদ্দিন প্রামানিক, যুগ্ন সম্পাদক প্রবীর কুমার কাঞ্চন, সাংবাদিক জসিম উদ্দিন, তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক  ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  

 

  

সর্বশেষ

জনপ্রিয়