১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ - ২৯ মে, ২০২৩ - 29 May, 2023
amader protidin

রংপুরে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

আমাদের প্রতিদিন
2 months ago
58


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে যথাযোগ্য মর্যাদায় জেলা প্রশাসনের উদ্যোগে গণহত্যা দিবস পালিত হয়েছে। আজ শনিবার (২৫ মার্চ) সকাল রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এএফ আঞ্জুমান কালাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক মাজেদ আলী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের ঠিক আগ মুর্হুতে ২৫ মার্চ কালোরাতে সারাদেশে পাকিস্তানী হানাদার বাহিনী দেশের নিরস্ত্র, নিরীহ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে হামলা চালিয়েছিল। তাই সারাদেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গণহত্যার নানা ইতিহাস। বর্তমান সরকার গণহত্যার শিকার হওয়ার মানুষের আত্মত্যাগের কথা স্মরনীয় করে রাখতে সারাদেশে বধ্যভমি তৈরী করেছে। গণহত্যার সাথে যারা জড়িত রাজাকার, আল বদর, আল শামসদের বিচারের আওতায় এনেছে। তাই নতুন প্রজন্মকে দেশের মুক্তিযুদ্ধ, গণহত্যা, রাজনীতির ইতিহাস জানতে হবে।আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি ও গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র প্রর্দশিত হয়। সন্ধ্যায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন এবং রাত ১০টা ৩০ মিনিটে এক মিনিটের জন্য রংপুরে আলো নিভিয়ে বøাক আউট কর্মসূচী পালন করা হয়।  

​​​​​​

সর্বশেষ

জনপ্রিয়