১৫ চৈত্র, ১৪৩০ - ২৯ মার্চ, ২০২৪ - 29 March, 2024
amader protidin

পীরগঞ্জে গণহত্যা দিবস পালিত

আমাদের প্রতিদিন
1 year ago
225


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ

রংপুরের পীরগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গতকাল গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, থানার ওসি মোঃ জাকির হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশিয়ার রহমান মাষ্টার, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসাইন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল সাত্তার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এটিএম মাজহারুল আলম মিলনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সভায় গণহত্যার ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া এবং গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের উপর গুরুত্বারোপ  শহীদদের আত্মার মাগফিরাত কামনাকরে বিশেষ মোনাজাত করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়